Sealdah: শীঘ্রই স্বাভাবিক হবে পরিস্থিতি, জানাল রেল
আজকাল | ১০ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শিয়ালদহ উত্তর এবং মেন শাখায় এখনও স্বাভাবিক হয়নি ট্রেন পরিষেবা। রবিবার এমনিতেই কম সংখ্যক ট্রেন চলাচল করে। তার মধ্যেও আজ বাতিল কিছু ট্রেন। কয়েকটি রুটে ট্রেন এক ঘণ্টা দেরিতে চলছে। এর জেরেই সকাল থেকে বিক্ষোভ দেখান যাত্রীরা। যদিও রবিবার সকালে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের দু’ঘণ্টা আগে শিয়ালদহে প্লাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। আজ দুপুর ২টোর পর ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে। সোমবার থেকে আর সমস্যা থাকবে না। আজ দুপুর পর্যন্ত বন্ধ থাকবে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। উল্লেখ্য, শিয়ালদহ স্টেশনে পাঁচটি প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য শুক্রবার থেকে মেন ও উত্তর শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়। শনিবার রাতে একগুচ্ছ ট্রেন বাতিল হওয়ায় প্ল্যাটফর্মেই রাত কাটান অগণিত মানুষ। যাত্রীদের সুবিধার্থে জোরকদমে কাজ করছেন কর্মীরা। আর কিছুক্ষণেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই আশাবাদী রেল।