• নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কারা জায়গা পেলেন ? তালিকা
    আজ তক | ১০ জুন ২০২৪
  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদীই একমাত্র ব্যক্তি যিনি পরপর তৃতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। প্রধানমন্ত্রী মোদীর মন্ত্রীসভায় শপথ নেবেন ৭২ জন। তাঁদের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী ও ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও ৩৬ জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। দেখে নেব তালিকা। 

    রাজনাথ সিং : ২০১৯ সালে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন রাজনাথ সিং। এবারও তিনি মোদী সরকারের মন্ত্রিসভায় জায়গা পেলেন। তিনি শপখ নেন। 

    ২০২৪ সালে যদিও এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ২৪০ আসন পেয়েছে তারা। এনডিএ-র শরিক দল অন্ধ্রপ্রদেশের টিডিপি এবং বিহারের জেডি(ইউ)-সহ একাধিক দলের সমর্থনে সরকার গড়েছে এনডিএ। 

    রাষ্ট্রপতি ভবনে এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথ প্রমুখ। এছাড়াও শাহরুখ খান, অক্ষয় কুমারের মতো টলিউড তারকারা উপস্থিত রয়েছেন। 
  • Link to this news (আজ তক)