• সৌম্য সরকার না 'শূন্য সরকার'! বিশ্বকাপে বিরাট লজ্জা তারকা বাংলাদেশির
    ২৪ ঘন্টা | ১০ জুন ২০২৪
  • ভারতের কাছে ওয়ার্ম-আপ ম্যাচে বাজে ভাবে হারলেও, বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেই এবারের টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করেছে মার্কিন মুলুকে। গত শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে, নাজমুল হোসেইন শান্তরা ২ উইকেটে ওয়ানিন্দু হাসারঙ্গাদের হারিয়েছেন। তবে এই ম্যাচেই বিরাট লজ্জার রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সৌম্য সরকার। তিনি ঠিক কী করেছেন, তা জানতে একবার চোখ বুলিয়ে নিন এই প্রতিবেদনে।

    সৌম্য যা করেছেন, তার জন্য় তাঁকে তাঁর নিজের দেশের মিডিয়াই 'শূন্য সরকার' নামে ডাকতে শুরু করেছে। শ্রীলঙ্কার ১২৪ রান তাড়া করে বাংলাদেশ এক ওভারে হাতে রেখে ম্যাচ বার করে আনে। সৌম্য তানজিদ হাসানের সঙ্গে ওপেন করতে নেমে কোনও রান না করেই ফিরে যান। ধনঞ্জয় ডি সিলভার বলে খোঁচা দিতে হাসারঙ্গার হাতে মিড-অনে ক্য়াচ তুলে দেন। আর এই ইনিংসের পরেই সৌম্য় টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে যুগ্ম ভাবে সবচেয়ে বেশিবার শূন্য করার রেকর্ড করলেন। ডাক করার লজ্জার নজিরে সৌম্য বসলেন আয়ারল্য়ান্ডের পল স্টারলিংয়ের পাশে। সৌম্য ২০১৫ থেকে দেশের জার্সিতে টি-২০ খেলছেন। শ্রীলঙ্কার ম্যাচ ধরে তিনি খেলেছেন ৮৪টি ম্যাচে। তাঁর মোট রান ১৩৯৮। অন্য়দিকে স্টারলিং ২০০৯ থেকে আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। ১৪৪টি ম্যাচে খেলা হয়ে গিয়েছে তাঁর। করেছেন ৩৬০০ রান। ৩৩ বছরের স্টারলিংয়ের চেয়ে সৌম্য দু'বছরের ছোট। স্টারলিং এই ভেবে আনন্দ পেতে পারেন যে, তাঁকে আর একা লজ্জার মুকুট পরতে হচ্ছে না। এতদিনে তিনি একজন ভাগিদার পেলেন।

    দেখা যাক টি২০আই-তে সর্বাধিক ডাক হওয়ার নজির যাঁদের:

    ১) সৌম্য সরকার (বাংলাদেশ, ১৩ বার)
    ২) পল স্টারলিং (আয়ারল্য়ান্ড, ১৩ বার)
    ৩) কেভিন ইরাকোজে (রাওয়ান্ডা, ১২ বার)
    ৪) কেভিন ও'ব্রায়েন (আয়ারল্য়ান্ড, ১২ বার)
    ৫) রোহিত শর্মা (ভারত, ১২ বার)
  • Link to this news (২৪ ঘন্টা)