• India-Pakistan: 'মনে হচ্ছিল ভারতের মাটিতেই খেলছি', নিউইয়র্কের সমর্থকদের ধন্যবাদ জানালেন বুমরা...
    আজকাল | ১০ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে বিশ্বের প্রথম সারির তিনজন জোরে বোলারের মধ্যে অন্যতম তিনি। যেকোনও দিন ম্যাচ উইনার। রবিবাসরীয় রাতে মার্কিন মুলুকে একার হাতেই ম্যাচ বের করে আনলেন যশপ্রীত বুমরা। সঠিক সময় বাবর আজম, মহম্মদ রিজওয়ানের উইকেট তুলে নিয়ে ভারতকে ম্যাচে ফেরান তিনি। মুখরক্ষা করেন রোহিতদের। তাঁর সাফল্যের চাবিকাঠি কী? বুমরা‌ জানান, সূর্য ওঠার পর উইকেট কিছুটা ভাল হয়। ব্যাটাররা সাহায্য পায়। তাই নিজের বোলিংয়ে লাইন এবং লেন্থ সঠিক রাখার চেষ্টা করেন। বুমরা বলেন, 'খুব ভাল লাগছে। আমরা একটু কম রানই করেছিলাম। সূর্য ওঠার পর উইকেট কিছুটা ভাল হয়। তাই শৃঙ্খলা বজায় রেখে বল করার দিকে নজর দিই। আমি আহামরি কিছু করার চেষ্টা করিনি। নিজের স্বাভাবিক বোলিং করেছি।' এদিন নিউইয়র্কে প্রচুর সমর্থন পায় ভারতীয় দল। দেখে মনে হচ্ছিল 'মিনি ইন্ডিয়া'। ম্যাচ শেষে সমর্থকদের ধন্যবাদ জানান বুমরা।‌ জানান, দর্শকরাই তাঁদের বাড়তি মোটিভেশন যোগায়। বুমরা বলেন, 'মনে হচ্ছিল আমরা ভারতেই খেলছি। সমর্থকরা যেভাবে আমাদের সাপোর্ট করেছে ধন্যবাদ জানাতেই হবে। দেশের বাইরে এমন সমর্থন পেয়ে আমরা খুবই খুশি। এর থেকেই আমরা বাড়তি এনার্জি পাই।' জোড়া জয়ে গ্রুপ শীর্ষে চলে গেল ভারত। নিউইয়র্কে পরের ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। জয়ের ধারা অব্যাহত রেখে ভাল ক্রিকেট উপহার দিতে চান বুমরা। 
  • Link to this news (আজকাল)