• টসে হার রোহিতের, চ্যালেঞ্জিং কন্ডিশনে প্রথমে ব্যাট করবে ভারত...
    আজকাল | ১০ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হার রোহিত শর্মার। রবিবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বাবর আজম। যা প্রত্যাশিত‌ই ছিল। বৃষ্টিভেজা পিচে শুরুতে উইকেট থেকে সুবিধা পায় পেসাররা। সেটা কাজে লাগানোর জন্য বল করার সিদ্ধান্ত নিলেন বাবর। টসে জিতলে যা করতেন রোহিতও। এইধরনের পরিবেশ এবং পরিস্থিতিতে কোনও দলই প্রথমে ব্যাট করতে চায় না। ভারত অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের দ্রুত পিচের সঙ্গে মানিয়ে নিতে হবে, এবং লড়াকু স্কোর খাড়া করতে হবে। রোহিত বলেন, 'টসে জিতলে আমিও বল করার সিদ্ধান্ত নিতাম। আমাদের পিচের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। একটা লড়াকু রান করতে হবে। আগের দুটো ম্যাচ এখানে খেলায় পরিবেশ এবং পরিস্থিতি বুঝতে আমাদের একটু সুবিধা হবে। তবে তাসত্ত্বেও চ্যালেঞ্জিং। আমরা জানি ব্যাটিং ইউনিট হিসেবে কী করতে হবে। বিশ্বকাপের প্রত্যেক ম্যাচই গুরুত্বপুর্ণ। সব ম্যাচেই ভাল করতে হবে।' আমেরিকা ম্যাচ ভুলে নতুন উদ্যমে ঝাঁপাতে তৈরি পাকিস্তান। বাবর বলেন, 'অতীত নিয়ে ভাবছি না। নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি। ভারতের বিরুদ্ধে ম্যাচ সবসময়ই বাড়তি মোটিভেশন।' ভারতীয় দলে কোনও পরিবর্তন নেই। পাকিস্তান দলে একটি বদল আছে। আজম খানের জায়গায় দলে ফিরলেন ইমাদ ওয়াসিম। বৃষ্টি এবং ভেজা মাঠের জন্য টস আধ ঘন্টা পিছিয়ে যায়। ভারতীয় সময় রাত সাড়ে সাতটায় হওয়ার কথা ছিল টস। কিন্তু আম্পায়ারদের মাঠ পর্যবেক্ষণের পর রাত আটটার টস হয়। তবে তার আগে খোশমেজাজে পাওয়া যায় ভারতীয় ক্রিকেটারদের। ক্রিস গেইলের সঙ্গে কথা বলতে দেখা যায় রোহিত, বিরাটদের। রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচ। এদিন রোহিত ছিলেন রোহিতেই। টসের সময় মুহূর্তের জন্য ভুলে যান কয়েন তাঁর পকেটেই আছে। ম্যাচ রেফারির দিকে হাত বাড়ান ভারত অধিনায়ক। 
  • Link to this news (আজকাল)