• শপথ গ্রহণ শেষে নৈশ ভোজের আয়োজন রাইসিনা হিলসে
    আজকাল | ১০ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার তৃতীয়বারের জন্য শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শপথ নিলেন ৭১ জন মন্ত্রী। শপথ অনুষ্ঠানে চাঁদের হাট রাষ্ট্রপতি ভবনে, একাধিক রাষ্ট্রনেতার সঙ্গেই হাজির দেশের নানা খাতের বিশিষ্ট ব্যাক্তিরা। আমন্ত্রিত দেশ বিদেশে প্রায় ৮ হাজার বিশিষ্টজন। অনুষ্ঠান শেষে আয়োজন করা হয়েছে নৈশভোজের। রাষ্ট্রপতি ভবনে এই আয়োজন করেছেন জে পি নাড্ডা । কী কী থাকছে মেনুতে? জানা গিয়েছে যেমন রয়েছে বিরিয়ানি তেমন রয়েছে রসমালাইও। রয়েছে নানা ধরনের রুটি, পাঞ্জাবি খাবার। প্রবল গরমের কারণে মেনুতে ঠান্ডাই, কুলফিও থাকছে নানা ধরনের। মেনুতে থাকছে বাজরার খিচুড়ি, যোধপুরী সবজি, পাঞ্জাবের খবর। রাজস্থানি ডিশ, বিরিয়ানি, রুটিসহ প্রায় হাজার নিরামিষ পদ। সূত্রের খবর, শেষ পাতে আমন্ত্রিতদের মুখে হাসি ফোটাতে থাকছে বাংলার রসমালাইও।
  • Link to this news (আজকাল)