আজকাল ওয়েবডেস্ক: জেলা প্রশাসনের সর্বস্তরে অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষ। জানিয়েছেন, তাঁরা সকলেই ভীতসন্ত্রস্ত। তিন ষাঁড়ের দাপটে দীর্ঘ সময় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। কোনও ভাবেই কিছু করা যাচ্ছে না। অবিলম্বে হস্তক্ষেপ করে বিশেষ গুরুত্ব সহকারে সমস্যা সমাধানের আবেদন জানিয়েছেন তাঁরা । সঙ্গে আহত ষাঁড়ের চিকিৎসা দরকার সেটাও জানিয়েছেন। বলাগড় ব্লক প্রাণিসম্পদ বিভাগের আধিকারিক বরুণ মৌলি জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন। হয়তো কেউ তাকে আগে আক্রমণ করেছে। তার শিং ধরে ভেঙে দিয়েছে। তাই সে মানুষকে ভয় পেয়ে নিজের আত্মরক্ষার জন্য আক্রমণ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগে ওই ষাঁড়ের চিকিৎসার ব্যবস্থা করা হবে।ছবি পার্থ রাহা।