Dev: "যত ভোট তত গাছ', নির্বাচনে জিতেই ঘাটালে কর্মসূচিতে নেমে পড়লেন দেব...
আজকাল | ১০ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ভোটের আগে মনোনয়ন জমা দেওয়ার সময় ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব প্রতিশ্রুতি দিয়েছিলেন যত ভোটে জিতবেন তত গাছ লাগাবেন। আর ফল প্রকাশের পরই দেব নেমে পড়লেন ময়দানে। শনিবার ঘাটালে ‘সবুজ ঘাটাল’ কর্মসূচির সূচনা করলেন তিনি। কর্মসূচির সূচনা করে দেব জানালেন, প্রথমে বলেছিলাম, যতগুলো ভোট পাব ততগুলো গাছ লাগাব। তবে সবকটা বিধানসভা থেকে যেরকম সাড়া পাচ্ছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঘাটাল লোকসভা কেন্দ্রে সমস্ত দল মিলিয়ে যতগুলো ভোট পড়েছে, ততগুলো গাছ লাগাব। প্রতিপক্ষ হিরণ চট্টোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে এদিনও কার্যত সৌজন্যের পথেই হাঁটলেন দেব। কর্মসূচির পর লাড্ডু বিলি করেন তিনি। মানস ভুঁইয়াকে পাশে নিয়েই ঘাটালবাসীকে ধন্যবাদ জানান।
Link to this news (আজকাল)