• একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর! শিয়ালদহে রেলের কাজ মিটলেও হাওড়ায় শুরু বিভ্রাট, ঘোর সমস্যায় যাত্রীরা
    আনন্দবাজার | ০৯ জুন ২০২৪
  • শিয়ালদহের পর হাওড়াতেও বিপত্তি। সেখানেও ট্রেন পরিষেবা নিয়ে অভিযোগ উঠল। ব্যান্ডেল থেকে শেষ লোকাল ছেড়েছে ১০টা ৩০ মিনিটে। পরের ট্রেন এসেছে ১১টা ৪০ মিনিটে। ফলে দীর্ঘ ক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের। বৃদ্ধি পাচ্ছে ভিড়।

    হাওড়া শাখাতেও বাতিল করা হল ট্রেন। বর্ধমান থেকে পর পর দু’টো ট্রেন বাতিল করা হয়েছে। কাটোয়াগামী লোকালও বাতিল করা হয়েছে। রবিবার এমনিতেই কম থাকে ট্রেন। তার মধ্যে কয়েকটি ট্রেন বাতিল হওয়ায় বিপাকে যাত্রীরা।

    রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনের লাইন, সিগন্যাল এবং ওভারহেড তারের সংস্কারের কারণে হাওড়া ডিভিশনের তিনটি শাখায় সকাল ৯টা ৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রিত থাকছে ট্রেন চলাচল। হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান এবং খানা-গুমানি শাখায় চলছে এই কাজ। সেখানে বিঘ্নিত ট্রেন পরিষেবা।

    হাওড়া শাখায় বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন হয়েছে। আজিমগঞ্জ-হাওড়া স্পেশাল আজিমগঞ্জ থেকে ছাড়ার কথা ছিল রবিবার বিকেল ৪টে ৪০ মিনিটে। সেটি ছাড়বে বিকেল ৫টা ২০ মিনিটে। হাওড়া-তারকেশ্বর লোকালের রবিবার সকালে হাওড়া থেকে ৯টা ৫ মিনিটে ছাড়ার কথা ছিল। সেটি ছেড়েছে ৯টা ৩০ মিনিটে। হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেসও প্রায় ২০ মিনিট দেরিতে চলছে।

    হাওড়া ডিভিশনে রবিবার বেশ কিছু ট্রেন বাতিল থাকছে। রেলের তরফে জানানো হয়েছে, ব্যান্ডেল থেকে তিনটি (৩৭৭৪৯, ৩৭২৪০, ৩৭২৪২), কাটোয়া থেকে একটি (৩৭৭৪৮), হাওড়া থেকে তিনটি (৩৭২২৭, ৩৭২২৯, ৩৭৩১৫), তারকেশ্বর থেকে একটি ( ৩৭৩২৬) ট্রেন বাতিল করা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)