আগামী ৪৮ ঘণ্টা ভ্যাপসা গরম, বুধ থেকে ঝড়বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গে
আজকাল | ১০ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে ভ্যাপসা গরমে গলদঘর্ম দশা। এই আবহাওয়া আরও ৪৮ ঘণ্টা সহ্য করতে হবে। সোমবার ও মঙ্গলবার অসহনীয় গরম বজায় থাকবে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। এর জেরে তাপমাত্রা কমবে খানিকটা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বাড়বে ঝড়বৃষ্টির দাপট। চলবে শুক্রবার পর্যন্ত। অন্যদিকে চলতি সপ্তাহেও উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।