• জম্মু-কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে এলোপাথাড়ি গুলির ঘটনায় মৃত বেড়ে ১০
    আজ তক | ১০ জুন ২০২৪
  • রবিবার জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। মোট ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। হামলার পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। মাজার থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল বাসটি।

    সোমবার সন্ধ্যা ৬:১০-এ এই ঘটনাটি ঘটে। রিয়াসির শিব খোরি মন্দির থেকে কাটরা যাওয়ার সময় বাসে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে নেমে যায়।

    স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় পুলিশ রাত ৮টা ১০ মিনিটের মধ্যে বাস থেকে সমস্ত যাত্রীদের সরিয়ে নেয়। ঘটনাস্থলে পৌঁছে যান রিয়াসির পুলিশ সুপার (SP)। তিনি দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজের তদারকি করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, এই সন্ত্রাসবাদী হামলায় এখনও পর্যন্ত দশজনের মৃত্যু হয়েছে। ৩৩ জন আহতকে রিয়াসি, ত্রেয়াথ এবং জম্মুর বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।

    ঘটনাস্থলে পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং CRPF-এর একটি যৌথ অপারেশন সেন্টার স্থাপন করা হয়েছে।আক্রমণকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

    হামলার ঘটনায় শোক প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ লেখেন, 'এই ঘটনায় দোষীদের কোনওমতেই ছেড়ে দেওয়া হবে না। আইনের বিচারে তাদের শাস্তি হবেই।'

    ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

    এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'জানা গিয়েছে যে জম্মু ও কাশ্মীরে কিছু তীর্থযাত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে এবং এর ফলে ৯ জনের মৃত্যু হয়েছে। অবিলম্বে বিষয়টির তদন্ত করা উচিত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।'

    ঘটনায় আহত এক তীর্থযাত্রী জানান, 'আমি সন্ত্রাসবাদীদের একজনকে বাসে গুলি চালাতে দেখেছি। বাস খাদে পড়ে যাওয়ার পরেও ২০ মিনিট ধরে লাগাতার গুলি চালিয়ে যাচ্ছিল।'
  • Link to this news (আজ তক)