Mou Roychowdhury: বাংলাদেশের বড় বন্ধু মৌ রায়চৌধুরী স্মরণে
আজকাল | ১০ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক, ঢাকা: বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারপার্সন মৌ রায়চৌধুরীর স্মরণসভা সোমবার অনুষ্ঠিত হল ঢাকা ক্লাবে। গুয়াহাটির ব্যতিক্রম মাসডোর উদ্যোগে ফ্রেন্ডস অফ বাংলাদেশ এবং সার্ক কালচারাল সোসাইটির সহযোগিতায় এই স্মরণসভার আয়োজন করা হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের উন্নয়নে মৌ রায়চৌধুরীর আন্তরিকতার কথা উল্লেখ করেন বিশিষ্ট গবেষক এএসএম সামসুল আরেফিন। মৌ রায়চৌধুরী বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিলেন বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সাংসদ পঙ্কজ দেবনাথ, প্রাক্তন সাংসদ অসীম উকিল, টেকনো ইন্ডিয়ার গ্রুপ সিইও ড. শঙ্কু বসু, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার উপাচার্য ড. রতন কুমার সাহা, বাংলাদেশের প্রাক্তন কৃষি সচিব শ্যামলকান্তি ঘোষ প্রমুখ শ্রদ্ধা জানান মৌ রায়চৌধুরীর প্রতিকৃতিতে। পল্লী উন্নয়ন ও সমবায় দপ্তরের প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল ওয়াদুদও মৌ রায়চৌধুরীকে শ্রদ্ধা জানান। স্মরণসভায় সঙ্গীত পরিবেশন করেন দুই দেশের দুই শিল্পী জন্নত ই ফিরদৌস ও জয়িতা ভট্টাচার্য দেবনাথ।ব্যতিক্রম মাসডোর উদ্যোগে ঢাকায় আয়োজন করা হয়েছিল এডুকেশন কনক্লেভ। সূচনায় মৌ রায়চৌধুরীকে শ্রদ্ধা জানান দুই দেশের শিক্ষাবিদরাও। প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও বাংলাদেশের সুসম্পর্কের কথা বলেন। তাঁর মতে, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ আরও বাড়াতে হবে। দুই দেশের সুসম্পর্ক আরও মজবুত করার ডাক দেন সাংসদ পঙ্কজ দেবনাথ। সাংসদ ড. আওলাদ হোসেন শিক্ষা ক্ষেত্রে যৌথ উদ্যোগের কথা বলেন। ব্যতিক্রম মাসডোর সভাপতি ড. সৌমেন ভারতিয়ার মতে, দুই দেশের ছাত্রছাত্রীদের সামনে শিক্ষার নতুন দিগন্ত খুলে দেওয়াই এই কনক্লেভের উদ্দেশ্য। ড. শঙ্কু বসু ভারতে পড়াশোনার বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন। তাঁর মতে, খুব কম খরচে ভারতে পড়ার সুযোগ রয়েছে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার উপাচার্য ড. রতন কুমার সাহার মতে, বাংলাদেশের নিকটতম প্রতিবেশী আগরতলায় এখন উচ্চশিক্ষার সুবন্দোবস্ত রয়েছে। তিনি বাংলাদেশের পড়ুয়াদের বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন। এই কনক্লেভে কলকাতা, গুয়াহাটি, আগরতলার পাশাপাশি বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।