Haryana: হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করতে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল...
আজকাল | ১০ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের পাশে তৃণমূল কংগ্রেস। আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করতে হরিয়ানার খানাউরি সীমান্তে গেলেন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। পাঁচ সদস্যের দলে ছিলেন দোলা সেন, ডেরেক ও ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে। এর আগেও কৃষক আন্দোলনে প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল। দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি আগেই নির্দেশ দিয়েছিলেন কৃষকদের পাশে দাঁড়িয়ে সংহতির বার্তা দেবে তৃণমূল। তাঁর নির্দেশেই হরিয়ানায় পৌঁছেছেন দোলা সেনরা। তাঁদের বক্তব্য, কৃষকদের দাবি আদায়ে যথাসাধ্য লড়াই চালাবে তৃণমূল।