• Sikkim: ভারী বৃষ্টিতে ভয়াবহ ধস সিকিমে, মৃত ৪
    আজকাল | ১০ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টানা ভারী বৃষ্টিতে বিপত্তি। ভয়াবহ ধস দক্ষিণ সিকিমে। ধসে চাপা পড়ে মৃত অন্ততপক্ষে ৪ জন। মৃতদের মধ্যে একজন মহিলা, তিনজন যুবক। নিখোঁজ বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকায় বর্ষা প্রবেশের পর থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। রাতভর বৃষ্টির পর সোমবার ভোরে দক্ষিণ সিকিমের ইয়াংগাংয়ের মজুয়া গ্রামে বড়সড় ধস নামে। গ্রামের পরপর ৮টি বাড়ি ধসে ভেঙে পড়ে। ঘুমন্ত অবস্থায় ধ্বংসস্তূপে চাপা পড়েন অনেকে। মৃত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। নামচি হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও দুজনের মৃত্যু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে স্থানীয়রা এবং প্রশাসনের কর্মীরা ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছেন। সিকিম জুড়ে আরও একাধিক জায়গায় ধস নেমেছে আজ। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে ডিকচু-সিংতাম সড়কও। আটকে পড়েছেন বহু পর্যটক। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং দুর্গতদের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
  • Link to this news (আজকাল)