আজকাল ওয়েবডেস্ক: রাউস অ্যাভিনিউয়ের দলীয় দপ্তর ফাঁকা করার জন্য ১৫ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল আম আদমি পার্টিকে। তবে সোমবার কিছুটা বাড়তি সময় পেল কেজরিওয়ালের দল। ১৫ জুনের পরিবর্তে সময় বাড়িয়ে ১০ আগস্ট করা হয়েছে এদিন। কেন দলীয় কার্যালয় ছাড়তে হবে আপ কে? অভিযোগ দিল্লির রাউস অ্যাভিনিউতে আপ-এর যে দলীয় কাররাযলয় রয়েছে, সেটি মূলত বিচার বিভাগীয় পরিকাঠামো বৃদ্ধির জন্য দিল্লি হাইকোর্টকে দেওয়া জমি। সেই কারণেই আদালতের তরফ থেকে সেটি সরিয়ে নিতে বলা হয়েছিল। ৪ মার্চের শুনানিতে আদালত জানিয়েছিল, ১৫ জুনের মধ্যে আপ-কে খালি করে দিতে হবে জায়গা। যদিও শীর্ষ আদালত এদিন কেজরিওয়ালের দলের সময় আগস্ট পর্যন্ত বাড়িয়েছে।