• প্রধানমন্ত্রী পদে বসার পর প্রথম ফাইলে সাক্ষর করলেন মোদি ...
    আজকাল | ১০ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার সন্ধেয় তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর পদে বসেছেন নরেন্দ্র মোদি। প্রায় ৮ হাজার আমন্ত্রিতের উপস্থিতিতে রাইসিনা হিলসে শপথ গ্রহণ করেন মোদি এবং ৭১ জন মন্ত্রী। ঠিক তার পরের দিন, সোমবার প্রথম ফাইলে সাক্ষর করলেন তিনি। কিষান সম্মান নিধির ফাইলে সাক্ষর করেন মোদি। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসে প্রথম সাক্ষরের পর তিনি বলেন, 'এই সরকার বিশ্বাস করে কৃষকদের কল্যাণে।' আগামী দিনে মোদি সরকার কৃষকদের উন্নতির জন্য আরও বহু কাজ করবে বলেও জানিয়েছেন মোদি। জানা গিয়েছে এই যোজনায় বরাদ্দ প্রায় ২০ হাজার কটি টাকা। এতে উপকৃত হবেন প্রায় ৯.৩ কোটি কৃষক। নিজেদের অধিকারের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন দেশের কৃষকরা। গত কয়েকবছরে ভারত তীব্র কৃষক আন্দোলনের সাক্ষীও থেকেছে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসেই কৃষকদের উন্নতির কথা বলা যথেষ্ট তাতপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের। উল্লেখ্য, সোমবারই মোদি বিকেল ৫টায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। প্রথম বৈঠকে কী আলোচনা হয়, সকলের নজর সেদিকেই।
  • Link to this news (আজকাল)