• শিয়ালদায় চালু ১২ বগির ট্রেন
    আজকাল | ১০ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নির্ধারিত সময়ের দু’ঘণ্টা আগেই শিয়ালদা মেন সেকশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম খুলে দেওয়া হল যাত্রীদের জন্য। চাকা গড়াল ১২ কোচের লোকাল ট্রেনের। দীর্ঘ হয়রানির পর স্বস্তি পেলেন প্রায় কয়েক লক্ষ যাত্রী। রেল কর্তৃপক্ষ জানিয়েছিল, রবিবার দুপুর ২টো থেকে এই প্ল্যাটফর্মগুলি থেকে ট্রেন চালানো হবে। তবে শিয়ালদার ডিআরএম দীপক নিগমের তৎপরতায় এদিন বেলা ১২টা থেকেই যাত্রীদের জন্য প্ল্যাটফর্মগুলি খুলে দেওয়া হল। এদিন তিনি বলেন, ‘শিয়ালদা ডিভিশনে প্রতিদিন কয়েকশো লোকাল ট্রেন চলে। গত কয়েকদিন ধরে আমরা ট্র্যাক লে–আউটের আধুনিকীকরণ করেছি। রেললাইনে মর্ডান ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম বসানো হয়েছে।’ শিয়ালদা মেন সেকশনে ১২ কোচের লোকাল ট্রেন চালানোর জন্য কিছু পরিকাঠামোগত পরিবর্তনের প্রয়োজন অতি আবশ্যক ছিল। তাই সিদ্ধান্ত হয়েছিল, গত শুক্রবার থেকে এদিন দুপুর ২টো পর্যন্ত শিয়ালদা স্টেশনের ১ নম্বর থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হবে। এর ফলে অনেক ট্রেন শিয়ালদার পরিবর্তে দমদমে স্টেশনে যাত্রা শেষ করছিল। বাতিল হয়েছে বহু ট্রেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্ল্যাটফর্মগুলিতে যাত্রী পরিষেবা শুরু হলেও যাত্রাপথে কিছু কিছু ট্রেনের সময় বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুততার সঙ্গে সেই সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তাঁরা। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজে পূর্ব রেলের প্রায় ৪০০ জন কর্মী ও আধিকারিক দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন।
  • Link to this news (আজকাল)