আজকাল ওয়েবডেস্ক: সদ্য ফল প্রকাশ হয়েছে লোকসভা নির্বাচনের। শনিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি সহ ৭১ জন সাংসদ। ভোট মিটতেই এবার দেশজুড়ে ১৩টি বিধানসভায় উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় আগামী ১০ জুলাই চারটি বিধানসভায় নির্বাচন হবে। মানিকতলা,রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, এবং বাগদায় ভোট হবে ওইদিন। রায়গঞ্জ, রাণাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভার বিধায়করা পদত্যাগ করে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। মানিকতলা বিধানসভার বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হয়েছে। যে কারণে এই চার কেন্দ্রে ভোট হবে। ফল ঘোষণা হবে ১৩ জুলাই। দেশের যেখানে যেখানে উপনির্বাচন রয়েছে সেখানে আদর্শ আচরণবিধি জারি করা হয়েছে কমিশনের তরফে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জুন।