আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বেআইনি বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে পয়াগ গ্রামে। ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানার আশেপাশের অন্ততপক্ষে ৫টি বাড়ি। ধুলিসাৎ একটি মাটির বাড়ি। বিস্ফোরণের জেরে আহত হয়েছেন কয়েকজন। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের পর কারখানার একাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। রাতেই দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু হয়। ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরণের জেরে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে পয়াগ গ্রামের কয়েকটি পরিবার বাজির কাজ করে। এদিন বিস্ফোরণের জেরে কয়েকটি পাকা বাড়ির একাংশ ভেঙে পড়ে। যার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। উল্লেখ্য, গত বছর মে মাসে এগরার খাদিকুলে বেআইনি বাজির কারখানায় বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছিল। বছর ঘুরতেই সেই জেলাতেই বেআইনি বাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল।