• জলপথে শুরু এনসিসির শিক্ষামূলক অভিযান
    আজকাল | ১০ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ এবং সিকিম এনসিসির তত্ত্বাবধানে রবিবার ৬০ জন সদস্যকে নিয়ে শুরু শিক্ষামূলক অভিযান। ফারাক্কা থেকে কলকাতা পর্যন্ত ৪১০ কিলোমিটার এলাকা জুড়ে হুগলি নদীতে চলবে এই অভিযান। ২০ দিন ধরে চলবে এই অভিযান। এনসিসির ৬০ জনের দলটি সাগর অভিযান, নমামি গঙ্গে, স্বচ্ছ ভারত অভিযান, বৃক্ষরোপণ অভিযান, পরিবেশ সুরক্ষা, বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মত বিভিন্ন সামাজিক সচেতনতামূলক প্রচার চালাবে জলপথে। জঙ্গিপুর, বহরমপুর, কাটোয়া, নবদ্বীপ, কালনা, চুঁচুড়া, দক্ষিণেশ্বর হয়ে অভিযানটি শেষ হবে ২৮ জুন। উল্লেখ্য, ১৯৪৮ সালে গঠিত হয় এনসিসি। ভারতীয় সশস্ত্র বাহিনীর যুব শাখা এটি। ভারতীয় সেনা, ভারতীয় বায়ু সেনা এবং ভারতীয় নৌ-বাহিনীর- বিভিন্ন কার্যকলাপের বিষয়ে বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হয় এনসিসিতে। যুবসমাজ যাতে শৃঙ্খলাপরায়ণ হয়, সেটা নিশ্চিত করার জন্যই এনসিসির সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তাঁদের সামরিক বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে।
  • Link to this news (আজকাল)