আজকাল ওয়েবডেস্ক: ভোট মিটতেই উত্তপ্ত কসবা। শনিবারের পর রবিবার রাতেও দফায় দফায় অশান্তি। ইন্দুপার্কে বোমাবাজির পাশাপাশি চলল গুলিও। এ ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজডাঙা ইন্দুপার্ক ১০৭ নম্বর ওয়ার্ড এলাকায় শনিবার থেকে দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মূলত তৃণমূলের বর্তমান ও প্রাক্তন কাউন্সিলরের মধ্যে অন্তর্দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে খারাপ ফল করার জন্য বর্তমান কাউন্সিলর লিপিকা মান্নাকে দায়ী করেছেন প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ। এই ঘটনার পরেই লিপিকার অনুগামীরা এলাকায় হামলা চালায় বলে অভিযোগ। ইতিমধ্যেই রবিবার লিপিকা মান্নার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন সুশান্ত। এরপর গতকাল রাতে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। কয়েক রাউন্ড গুলি চালায় তারা। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন লিপিকা।