• Mamata Banerjee: জয়ের স্বাদ তৃণমূল ভাগ করে নেবে শহিদ তর্পণের দিন, সমাজমাধ্যমে পোস্ট দলনেত্রীর...
    আজকাল | ১০ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গেরুয়া শিবিরের বারংবারের প্রচারে ৪০০ পারের ইঙ্গিত, বুথ ফেরত সমীক্ষার ফলাফল সব উল্টে গিয়ে বঙ্গে তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোট নিজেদের ঝুলিতে এনেছে। ২০১৯ সালের থেকে বেড়েছে আসন সংখ্যা। তবে এখনই নয়, এই জয়ের স্বাদ তৃণমূল কংগ্রেস ভাগ করে নেবে ২১ জুলাই। শনিবার সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন মমতা। বৈঠকের পর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো জানিয়েছিলেন, শহিদদের উদ্দেশে ২১ জুলাই উৎসর্গ করা হবে এই জয়। রবিবার তিনি সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। তাতে লিখেছেন, 'সর্বপ্রথম জাতি-ধর্ম-বর্ণ-ভাষা নির্বিশেষে সকল মা-মাটি-মানুষকে আমি বিনম্র শ্রদ্ধা ও ধন্যবাদ জানাচ্ছি।' এরপরই ২১ জুলাইয়ের পরিকল্পনার কথা লিখেছেন, 'এই জয়ের স্বাদ আমরা ২১ জুলাই, শহিদ তর্পণের দিন ভাগ করে নেবো।' সঙ্গেই লেখেন, 'পাশাপাশি, আমি গর্বের সঙ্গে জানাচ্ছি ভারতবর্ষের বুকে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত মহিলা সাংসদের সংখ্যা ৩৮ শতাংশ, যা আমাদের নারীর ক্ষমতায়নের উজ্জ্বল প্রতীক।' রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। নতুন কেন্দ্রীয় সরকারের কাছে তৃণমূলের দাবি কী, তাও লিখেছেন দলের সুপ্রিমো। মমতা তাঁর পোস্টের একেবারে শেষে লিখেছেন, 'নতুন কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের প্রধান দাবি থাকবে এন.আর.সি বাতিলের। এছাড়াও যত দ্রুত সম্ভব, আমাদের হকের প্রাপ্য ফিরিয়ে দিতে হবে। আমি আশাবাদী, সকলেই তাঁদের নিজের দায়িত্ব পালন করবেন নিষ্ঠার সঙ্গে।'
  • Link to this news (আজকাল)