• যতই পেশাদার হন না তাঁরা, দিনের শেষে তো সেই স্বামী-স্ত্রীই! বলেই ফেললেন...
    ২৪ ঘন্টা | ১০ জুন ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেট অত্য়ন্ত সৌভাগ্যবান যে, তিন ফরম্য়াটে এমন একজন খেলেন, যিনি যা খুশি করতে পারেন যখন তখন। হারতে বসা ম্য়াচও জিতিয়ে দিতে পারেন। তিনি 'ওয়ান অ্য়ান্ড অনলি' জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সারা পৃথিবী জানে যে, ভারতের কাছে কী ব্রহ্মাস্ত্রই না আছে। ফের একবার বুম...বুম...বুমরা বুঝিয়ে দিলেন যে, তিনি যতক্ষণ আছে, ভারত নিশ্চিন্তে থাকতে পারেন। খাদের কিনারা থেকে একা কাঁধে গোটা দল ও ১৪০ কোটি দেশবাসীকে তিনি তুলে আনতে পারেন জয়ের সরণিতে। ভারত-পাকিস্তান ম্য়াচে আগুন জ্বেলেছেন বুমরা। আর খেলা শেষে হৃদয় জিতলেন বুমরা ও তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন (Sanjana Ganesan)। বুমরা যেমন বছরের পর দেশের জার্সিতে এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে নিজের চূড়ান্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তেমনই মায়ান্তি ল্য়াঙ্গারের ঠিক পরেই ভারতীয় স্পোর্টস অ্যাঙ্কারিংয়ে মহিলাদের মুখ হয়ে গিয়েছেন সঞ্জনা। এই মুহূর্তে আইসিসি-র হয়ে কাজ করছেন সঞ্জনা। তিনি বুমরাকে প্রথমে খেলা নিয়ে প্রশ্ন করেছিলেন। যার উত্তরে বুমরা বলেন, 'আমরা খুবই খুশি এই পারফর্ম করতে পেরে। ধারাবাহিক ভাবে চাপ ছিল। খুব পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলাম যে, আমরা কী করতে চাই। রান করা কঠিন করে দিতে চেয়েছিলাম। ভালো লাগছে যে, আমরা একসঙ্গে আছি। কোনও সময়ই আমরা প্য়ানিক করিনি।' এরপর সঞ্জনাকে বুমরা বলেন, 'ধন্য়বাদ, ৩০ মিনিটে দেখা হচ্ছে'। বুমরার মন্তব্য়ে চমকে গিয়ে সঞ্জনা হাসতে হাসতে জিজ্ঞাসা করেন, 'ডিনারে কী আছে?' যা শুনে বুমরা বেরিয়ে যান। ২০২১ সালের মার্চে, গোয়ায় মাত্র ২০জন আমন্ত্রিতদের নিয়ে বিয়ে করেছিলেন সঞ্জনা-বুমরা। গতবছর সেপ্টেম্বরে তাঁদের ফুটফুটে সন্তান অঙ্গদ আসে। যতই পেশাদার হন না তাঁরা, দিনের শেষে তো সেই স্বামী-স্ত্রীই! সেই ভালোবাসাই ফুটে উঠল এই ভিডিয়োতে। পাকিস্তানের আগুনে বোলিংয়ের সামনে কার্যত ছারখার হয়ে গিয়েছিল ভারতের তারকা সমৃদ্ধ ব্য়াটিং লাইন-আপ। টস হেরে প্রথমে ব্য়াট করে রোহিত শর্মারা মাত্র ১৯ ওভার ব্য়াট করে ১১৯ রান তুলেছিল। তবে অতি বড় ভারতের সমর্থকও ভাবতে পারেননি যে, এই ম্য়াচে রোহিতরা জিতে যাবেন। বুমরার (৩/১৪) কল্য়াণেই ভারত শেষ ওভারে এসে রুদ্ধশ্বাস মহারণ ছয় রানে জিতে যায়। বুমরা দুই ওপেনার বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের পাশাপাশি ইফতিখার আহমেদের উইকেট তুলে ভারতের হয়ে খেলা ঘুরিয়ে দেন।   
  • Link to this news (২৪ ঘন্টা)