গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে স্বস্তি ও অস্বস্তি বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। ঘাটালের পরাজিত প্রার্থীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের তদন্ত করতে পারবে পুলিশ। তবে এখনই তাঁকে গ্রেপ্তার করা যাবে না। এই মামলায় এর আগে স্থগিতাদেশ জারি করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
ঘাটালে লোকসভা নির্বাচনের ঠিক আগে দেবের একটি অডিও ভাইরাল হয়। যাতে তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়ানোর বিষয়টি স্পষ্ট হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। তৃণমূলের দাবি, ভোটের আগে ইচ্ছে করে দেবের রাজনৈতিকভাবে ভাবমূর্তি নষ্টের জন্য অডিও ভাইরাল করা হয়েছে। তার বিরোধিতায় বিজেপি প্রার্থী হিরণ-সহ তিনজনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন সেখানকার তৃণমূল নেতা।
সেই এফআইআর খারিজের দাবিতে হিরণ কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। একই আবেদন জানান তাঁর ব্যক্তিগত সচিব তমোঘ্ন দে। গত শুনানিতে ১৮ মে ঘাটাল থানায় হিরণ, তাঁর ব্যক্তিগত সচিব-সহ তিনজনের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন বিচারপতি অমৃতা সিনহা।
সোমবার এই মামলার শুনানিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানান, গত ১৮ মে ঘাটাল থানায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে তদন্ত করতে পারবে পুলিশ। যদিও আদালতের অনুমতি ছাড়া হিরণকে গ্রেপ্তার করা যাবে না বলেই জানান বিচারপতি সিনহা।