• India-Pakistan: পন্থকে সেরা ফিল্ডারের পুরস্কার দিয়ে আবেগপ্রবণ শাস্ত্রী...
    আজকাল | ১১ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ঋষভ পন্থের ভয়াবহ গাড়ি দুর্ঘটনার খবরে চোখে জল এসে গিয়েছিল রবি শাস্ত্রীর। হাসপাতালে তাঁকে দেখে আরও দুঃখ পান। ৩০ ডিসেম্বর রাতে দিল্লি-দেরাদুন হাইওয়েতে মারাত্মক দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে আগুন লেগে গেলেও কোনওরকমে নিজের প্রাণ বাঁচান পন্থ। তবে চোট গুরুতর ছিল। আবার নিজের পায়ে দাঁড়াতে পারবেন কিনা একসময় সেই নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু এক বছরের কঠোর রিহ্যাবের পর আইপিএল দিয়ে আবার পেশাদার ক্রিকেটে ফেরেন পন্থ। ভাল পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপের দলে সুযোগ পান। ভারত-পাকিস্তান ম্যাচের পর সেই মৃত্যুঞ্জয়ীকে সেরা ফিল্ডারের পুরস্কার দিতে পেরে আবেগতাড়িত ভারতের প্রাক্তন কোচ। রবি শাস্ত্রী বলেন, 'ওর দুর্ঘটনার কথা পড়ে চোখে জল চলে এসেছিল। হাসপাতালে ওকে দেখার পর আরও খারাপ লাগে। সেখান থেকে ফিরে ভারত-পাকিস্তানের মতো বড় ম্যাচে খেলতে দেখা দারুণ অনুভূতি। ব্যাটিংয়ের ক্ষেত্রে সবাই জানে তুমি কী করতে পারো। তোমার মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে। তবে অস্ত্রোপচারের পর এত তাড়াতাড়ি উইকেটকিপিং করা এবং উইকেটের আশেপাশে তোমার মুভমেন্ট প্রমাণ করে কতটা কঠোর পরিশ্রম করেছো। শুধু তোমার জন্য নয়, এটা পৃথিবীর সকলের জন্য অনুপ্রেরণা। দেখিয়ে দিয়েছো মৃত্যুর মুখ থেকেও এইভাবে জয় ছিনিয়ে নেওয়া যায়। দারুণ। এভাবেই চালিয়ে যাও।' শুরুটা ভাল না হলেও দারুণ প্রত্যাবর্তন করে ভারত। শাস্ত্রী জানান, আদর্শ ভারত-পাকিস্তান ম্যাচ। মহারণ এমনই হওয়া উচিত। 
  • Link to this news (আজকাল)