আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে ভারতের কাছে ফের একবার হার। চরম হতাশ শোয়েব আখতার। দুর্দান্ত বোলিং করে ভারতকে ১১৯ রানে আটকে রাখলেও জয় আসেনি। বুমরার দুরন্ত বোলিংয়ে ৬ রানে ম্যাচ জিতে নিয়েছে ভারত। পরপর দুটো ম্যাচ হেরে পাকিস্তান বিদায়ের মুখে। সুপার এইটে যাওয়া অসম্ভব মনে হচ্ছে। শোয়েব আখতারও সত্যিটা মানছেন। তাই ভক্তদের কাছে ভিডিওবার্তায় বলেছেন, ‘এই হারে পাক সমর্থকরা হতাশ। গোটা দেশ ভেঙে পড়েছে। আগেও বলেছি এই ম্যাচে ব্যক্তিগত লক্ষ্য কোনও গুরুত্ব রাখে না। দেশের জন্য লড়াই করাটাই প্রাধান্য পায়। জয়ই একমাত্র লক্ষ্য এই ম্যাচে। এই খেলার পর পাকিস্তান সুপার এইটে যাবে কিনা সেটাই বড় প্রশ্ন। এই প্রশ্নটা পাক সমর্থকদের জন্যই রাখলাম।’ বাবররা সুপার এইটে যাওয়ার যোগ্য কিনা সেই প্রশ্ন তুলে দিলেন আখতার।