T20 World Cup: সুপার এইটে যেতে পারবেন বাবররা? অঙ্ক বড় জটিল
আজকাল | ১১ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান? টানা দুটো ম্যাচ হেরে বাবররা প্রায় বিদায়ের মুখে। এই পরিস্থিতি থেকে সুপার এইটে যেতে হলে বাবরদের দুটো ম্যাচই জিততে হবে। সঙ্গে ভাল রানরেট রাখতে হবে। কারণ আমেরিকা ইতিমধ্যেই দুটো ম্যাচ জিতে আছে। ভারত দুটো ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে। কানাডাও একটি ম্যাচ জিতেছে।বাবরদের বাকি দুটি ম্যাচ শুধু জিতলেই হবে না। সঙ্গে আমেরিকাকে দুটো ম্যাচ হারতে হবে। কানাডাকেও বাকি ম্যাচ হারতে হবে। এই অঙ্ক মিললে তারপর আসবে নেট রান রেট। পাকিস্তানের ম্যাচ বাকি রয়েছে কানাডা ও আয়ারল্যান্ডের সঙ্গে। তার মধ্যে আয়ারল্যান্ডও দুটি ম্যাচ হেরেছে।