ইচ্ছাকৃত বল নষ্ট করার অভিযোগ, নিশানায় ইমাদ ওয়াসিম
আজকাল | ১১ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচ হেরে খাদের কিনারায় পাকিস্তান। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের আর একটা ম্যাচ জিতলেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবে পাকিস্তান। সেক্ষেত্রে শেষ দুটো ম্যাচ জিতেও লাভ হবে না। ভারতের কাছে হারার পর ইমাদ ওয়াসিমকে কাঠগড়ায় দাঁড় করালেন সেলিম মালিক। তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃত বল নষ্ট করার অভিযোগ আনেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। মোট ৫৯টি ডট বল খেলে পাকিস্তান। ১৫ রান করতে ২৩ বল নেন ওয়াসিম। তাতেই বেজায় চটেছেন মালিক। দাবি করেন, ম্যাচ জেতার কোনও ইচ্ছেই ছিল না তাঁর। সেলিম মালিক বলেন, 'ওর ইনিংস দেখলেই বোঝা যাবে যে ও ইচ্ছাকৃতভাবে বল নষ্ট করছিল। ওর ব্যাটিংয়ের জন্য রান তাড়া করা আরও কঠিন হয়ে যায়।'
আরেক প্রাক্তন অধিনায়ক শাহিন আফ্রিদি মনে করেন, পাকিস্তানের ড্রেসিংরুমে সবকিছু ঠিকঠাক নেই। কয়েকজন ক্রিকেটারের বাবরের সঙ্গে সমস্যা আছে। এই প্রসঙ্গে আফ্রিদি বলেন, 'একজন অধিনায়কের দায়িত্ব দলকে একসঙ্গে আনা। হয় সে দলের পরিবেশ নষ্ট করবে, নয়তো টিম তৈরি করবে। বিশ্বকাপ শেষ হওয়ার পরে আমি খোলাখুলি কথা বলব। শাহিন আফ্রিদির সঙ্গে আমার যা সম্পর্ক, আমি যদি ওর বিষয়ে কথা বলি তাহলে লোকে বলবে আমি নিজের জামাইকে সমর্থন করছি।' পাকিস্তানের সমালোচনা করেন শোয়েব আখতারও। তিনি মনে করেন, বাবরের দল শেষ আটে যাওয়ার যোগ্য নয়। শোয়েব বলেন, 'পুরো দেশ হতাশ। মানসিকভাবে বিধ্বস্ত। জয়ের তাগিদ দেখানো উচিত। কিন্তু প্রশ্ন হল, পাকিস্তান কি সুপার এইটে যাওয়ার যোগ্য?' ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মনে করেন, পাকিস্তানের নিজেদের প্রতি আস্থার অভাব আছে।