• স্বরাষ্ট্রে অমিত, প্রতিরক্ষায় রাজনাথ, অর্থ থাকল নির্মলার হাতেই
    আজকাল | ১১ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নতুন মন্ত্রিসভায় পুরনোদের ওপরেই আস্থা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এবারও দায়িত্বে এলেন রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রক থাকল অমিত শাহ'র হাতেই, অর্থ পেলেন নির্মলা সীতারমণ। আগের মন্ত্রিসভার মতো এই মন্ত্রীসভাতেও সড়ক পরিবহন মন্ত্রকের দায়িত্ব পেলেন নীতিন গডকড়ি। বিদেশমন্ত্রী হিসেবে এবারও দায়িত্ব পেয়েছেন এস জয়শঙ্কর। রেলমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে অশ্বিনী বৈষ্ণবের হাতেই। বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল, শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানই। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হয়েছেন যোগাযোগ ও উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রী। কিরেন রিজেজু হয়েছেন সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী। ড. মনসুখ মান্ডব্য হয়েছেন শ্রম, কর্মসংস্থান, যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী, চিরাগ পাসোয়ান হয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী,জেপি নাড্ডাকে করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যের দুই সাংসদ শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার গতকালই রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। এঁদের মধ্যে শান্তনু হলেন জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এবং অন্যদিকে সুকান্তের হাতে এসেছে দুটি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। এই দুই দপ্তর হল উত্তর-পূর্ব উন্নয়ন ও শিক্ষা দপ্তর। নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হয়েছেন ৩০ জন। রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) হয়েছেন পাঁচজন। এছাড়াও রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে ৩৬ জনকে।
  • Link to this news (আজকাল)