সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন প্রেম সিং তামাং
আজকাল | ১১ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: এসকেএম, সিকিম ক্রান্তিকারী মোর্চা প্রেসিডেন্ট প্রেম সিং তামাং সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন সোমবার। পালজোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। প্রেম সিং দ্বিতীয়বারের জন্য হিমালয়ান এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কুরসিতে বসলেন। ৩২ বিধানসভা আসনের সিকিমে, তাঁর দল এবার বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। ছিনিয়ে নিয়েছে ৩১ আসন। এর আগে ২০১৯ পর্যন্ত টানা ২৫ বছর সিকিমের ক্ষমতায় ছিল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা এসডিএফ। তবে এবার কেবল একটি আসন গিয়েছে তাদের ঝুলিতে।