জয়ন্ত আচার্য : ভারতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজ্যসভা সদস্য ও কংগ্রেস সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। সোমবার বেলা ১টা নাগাদ দিল্লির হোটেলে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সোনিয়া গান্ধী। রাহুল গান্ধী প্রিয়াঙ্কা বঢ়রাও উপস্থিত ছিলেন।গান্ধী পরিবারের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক অনেক পুরনো। সেই সুসম্পর্ক থেকেই সাক্ষাৎ।
রবিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ ও নৈশভোজে ছিলেন না কংগ্রেসের এই তিন নেতা। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা সাক্ষাৎ করেন। ওই রাতেই ভূটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সোমবার জানিয়েছেন, সুবিধাজনক সময়ে শেখ হাসিনাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী দেড় মাসের মধ্যে চীন এবং দিল্লি সফর রয়েছে শেখ হাসিনার। সূত্রের খবর, ভারত সফরটি কোন সময়ে হবে, তা নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। তবে জুনের শেষ সপ্তাহে হাসিনার দিল্লি সফর হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও দিনক্ষণ স্থির হয়নি। জুনের বৈঠকে তিস্তা জলবণ্টন চুক্তি, দ্বিপাক্ষিক বাণিজ্য থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি মোংলা বন্দর নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।