আজকাল ওয়েবডেস্ক: শপথ গ্রহণের পরের দিনই পদত্যাগ করতে চান সুরেশ গোপী। সূত্রের খবর তেমনটাই। সুরেশ গোপী, কেরলের সাংসদ। মন্ত্রি পদে রবিবার রাইসিনা হিলস-এ শপথ গ্রহণ করেছেন তিনি। সোমবারই জানা গেল, সেই পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। মালায়ালাম চলচ্চিত্র অভিনেতা সুরেশ, কেরল থেকে প্রথম বিজেপি সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তবে মোদি-ক্যাবিনেটের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঠিক পরের দিন জানিয়েছেন, একগুচ্ছ কাজে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কারণে নতুন দায়িত্ব থেকে অব্যাহতি চান তিনি। সূত্রের খবর তেমনটাই।
তবে দলীয় সূত্রের খবর, পূর্ণ মন্ত্রীর পদ না পাওয়াতেই তাঁর ক্ষোভ। শপথ গ্রহণের আগে তাঁর কাছে এই ইঙ্গিত পাওয়া গিয়েছিল বলেও খবর দলীয় সূত্রে। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর মতে তিনি কেন্দ্রীয় মন্ত্রী পোস্ট আশা করেননি। একই সঙ্গে জানিয়েছেন ত্রিশুরের সাংসদ হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, সঙ্গেই একের পর এক চলচ্চিত্রে কাজ করবেন।