আজকাল ওয়েবডেস্ক: মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে জঙ্গি হামলা। সোমবার সকালে ৩৭ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছিল। ঘড়ির কাঁটায় তখন সকাল ১০.৩০। সেই সময় আচমকাই কনভয় লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, টি লাইজং গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। তবে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কিছু হয়নি বলেই জানা গিয়েছে। যে গাড়িটি লক্ষ্য করে গুলি চলে সেটায় মুখ্যমন্ত্রী ছিলেন না। মুখ্যমন্ত্রীর এক নিরাপত্তারক্ষীর গায়ে গুলি লাগে। তিনি বর্তমানে চিকিৎসাধীন। কারা গুলি করেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সন্দেহের তীর কুকি জনগোষ্ঠীর দিকে।