ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে জুয়া খেলার অভিযোগ, মুর্শিদাবাদে ধৃত ১
আজকাল | ১১ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টিবিঘ্নিত ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের ফলাফল নিয়ে অনলাইন জুয়া খেলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম কৃষ্ণেন্দু দাস। বাড়ি রঘুনাথগঞ্জ থানার বালিঘাটা এলাকায়। রবিবার ভারত পাকিস্তানের 'লো স্কোরিং' ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা ছিল। একদম শেষ ওভারে বাজিমাত করে ভারত। ভারত কম রান করলেও পাকিস্তান নিয়মিত ব্যবধানে উইকেট হারানো এবং রানের গতি বাড়াতে না পারায় জুয়াড়িদের বাজির দরে কখনও পাকিস্তান কখনও বা ভারত এগিয়েছিল।
রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, 'রবিবার রাতে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন আমরা গোপন সূত্রে খবর পাই কয়েকজন যুবক রঘুনাথগঞ্জ থানার সদরঘাট এলাকায় ভাগীরথী নদীর ধারে বসে অনলাইনে ম্যাচের ব্যাটিং করছে। এই খবর পাওয়ার পর পুলিশের একটি দল ওই এলাকায় হানা দেয়। যদিও পুলিশকে দেখে কয়েকজন যুবক পালিয়ে যেতে পারলেও কৃষ্ণেন্দু দাস নামে বালিঘাটা এলাকার এক বাসিন্দাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত ওই যুবকের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ওই মোবাইল ফোনের মাধ্যমে বেটিং করা হচ্ছিল। তবে ওই যুবকের কাছ থেকে নগদ কোনও টাকা মেলেনি বলেই খবর।