স্কুলে কেন্দ্রীয় বাহিনী রাখা নিয়ে আপত্তি, নবান্ন জারি করল নির্দেশিকা
আজকাল | ১১ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ভোটপর্ব মিটে গেলেও এখনও রাজ্যে রয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী। মূলত ভোট পরবর্তী হিংসা রুখতেই এই পদক্ষেপ নির্বাচন কমিশনে। এদিকে, গরমের ছুটির পর স্কুলও খুলতে শুরু করেছে। এই পরিস্থিতিতে নবান্ন জানিয়ে দিয়েছে, স্কুলে রাখা যাবে না কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং স্কুল শিক্ষা দপ্তরকে এই নির্দেশ পাঠিয়েছে নবান্ন। নির্দেশিকায় বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য বিকল্প বন্দোবস্ত করতে হবে।
প্রসঙ্গত, সোমবার থেকে খুলেছে স্কুল। কিন্তু স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় সমস্যায় পড়েছেন পড়ুয়া থেকে শিক্ষক–শিক্ষিকারা। অনেক স্কুলে ক্লাসও শুরু করা যায়নি। তাই নবান্নের এই সিদ্ধান্ত। এদিকে, ভোট মিটে যাওয়ার পরেও স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে আপত্তি তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দুই আইনজীবী। আগামী বুধবার বিষয়টির শুনানি হবে বলে জানা গেছে।