পড়ুয়াদের ফেল করিয়ে দেওয়ার হুমকি, কলকাতা মেডিক্যালে ছাত্র বিক্ষোভ
আজকাল | ১১ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ফের ছাত্র বিক্ষোভ কলকাতা মেডিক্যাল কলেজে। হোস্টেলের দাবিতে আন্দোলনের মাঝেই নতুন করে কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে অধ্যক্ষের কাছে অভিযোগ জানালেন প্রথম বর্ষ থেকে ফাইনাল ইয়ারের বেশ কয়েকজন পড়ুয়া।
তাঁদের অভিযোগ, হোস্টেল নিয়ে আন্দোলন করছেন বলে তাঁদের ফেল করিয়ে দেওয়ার হুমকির সঙ্গে যেসব পড়ুয়াদের বাবা সরকারি চাকরি করেন তাঁদের বদলি করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। ছাত্র সংগঠন এমসিডিএস-এর তরফে এদিন ঘটনার প্রতিবাদে কলেজ অধ্যক্ষ ডা: ইন্দ্রনীল বিশ্বাসের ঘরের সামনে পড়ুয়ারা বিক্ষোভ দেখান। বেশ কিছুক্ষণ এই বিক্ষোভ চলার পর পড়ুয়াদের একটি দল অধ্যক্ষের ঘরে গিয়ে অধ্যক্ষের কাছে এবিষয়ে অভিযোগ করেন। এরপরেই অধ্যক্ষ হাসপাতাল সুপার ও ভাইস প্রিন্সিপালের সঙ্গে এবিষয়ে আলোচনায় বসেন।
পড়ুয়াদের অভিযোগ স্ত্রী রোগ বিভাগের এক অধ্যাপক সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত। তাঁদের অভিযোগ, শাসকদলের আশ্রয়ে থেকে স্ত্রী রোগ বিভাগের ওই অধ্যাপক ও আরও কয়েকজন তাঁদের এই হুমকি দিচ্ছেন। এদিন অধ্যক্ষ জানিয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের তিনি ডেকে পাঠিয়েছেন। অভিযোগের তদন্ত চলছে।