• বাংলার মন বাঁধা লক্ষ্মীর ভাণ্ডারে, সুকান্তর বদলে এবার মহিলা সভাপতি বিজেপির
    ২৪ ঘন্টা | ১১ জুন ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিধানসভা ভোট, বছর দুই পর লোকসভা ভোট। মহিলা ভোটারের রাজত্ব তৃণমূল কংগ্রেসের অন্দরে। মহিলা ভোটারের সমর্থন ঘাসফুল শিবিরকে আরও শক্তিশালী করেছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। প্রমাদ গুনেছে বিজেপিও। বিধানসভা থেকে লোকসভা--বাংলায় বিজেপির ভরাডুবির পিছনে মহিলা ভোটই যে বড় ফ্যাক্টর, মানছেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। এই অবস্থায় বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিলা শিবিরকেই সামনে আনতে চাইছে বিজেপি।

    মহিলা ভোটার বিজেপির ভাটা বরাবরই। এদিকে বিজেপির রাজ্য শিবিরে সভাপতির দৌড়ে সুকান্ত মজুমদার যে ফার্স্টক্লাস পায়নি একথাও বিজেপির অন্দরে সবাই বুঝেছে। তাছাড়া বিজেপির সংবিধান অনুযায়ী এক ব্যক্তি দুই পদে থাকতে পারেন না। তাই রাজ্য সভাপতি বদলের জল্পনা শুরু হয়েছে। তার উপরে লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি বিরুদ্ধে বাংলার মহিলা ভোটারদের আরও বেশি এককাট্টা করেছে বলেই ধারণা বিজেপি শিবিরের। সবকিছু ঠিকঠাক থাকলে বঙ্গ বিজেপির ইতিহাসে এই প্রথম রাজ্য সভাপতির দায়িত্ব পেতে পারেন কোনও মহিলা। এক্ষেত্রে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, দেবশ্রী চৌধুরী, মালতি রাভা রায়ের নাম উঠে আসছে। তবে এঁদেএঁ র মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে, বালুরঘাটের সাংসদ সুকান্ত কেন্দ্রে মন্ত্রী হলে বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে। এ ক্ষেত্রে জল্পনায় চলে এসেছে একাধিক নাম। তার মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। 
  • Link to this news (২৪ ঘন্টা)