• বাংলার জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহ, স্পেশাল বুলেটিনে সতর্ক করল IMD
    আজ তক | ১১ জুন ২০২৪
  • West Bengal Heatwave: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ফলে গত কয়েকদিনের গরম-আর্দ্রতা আরও বাড়তে চলেছে। স্পেশাল বুলেটিনেই এমন পূর্বাভাসের উল্লেখ করা হয়েছে।

    দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ

    ১১ই জুন থেকে ১৩ই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় তীব্র তাপপ্রবাহ হতে পারে বলে আবহাওয়া দফতর সতর্ক করেছে।  এই জেলাগুলোর বাসিন্দাদের তীব্র গরমের কারণে স্বাস্থ্যগত সমস্যাও হতে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য।

    দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে।  আবহাওয়া দফতর দীর্ঘক্ষণ রোদের তাপে থাকা এড়িয়ে চলতে, হালকা, হালকা রঙের, ঢিলেঢালা সুতির পোশাক পরতে এবং প্রচুর পরিমাণে জল পান করতে বলেছে। ORS,লস্যি, লেবুর জল, ছানা  ইত্যাদি তরল পানীয়  পান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মোটমা শরীরে জলের ঘাটতি পূরণে সহায়তা করবে এমন পানীয় পান করতে হবে। অফিসযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়াতে বলা হয়েছে।  তীব্র গরমের সময় বাইরের কাজগুলো সকাল বা বিকেলের দিকে করার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে কাজের সময় বিশ্রামের বিরতি বৃদ্ধি করা উচিত।  

    দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা

    সম্ভাব্য প্রভাব

    যা যা করণীয়
  • Link to this news (আজ তক)