ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে পথকর আদায়ের সময়সীমায় বদল আনার বিষয়ে আগেই জানিয়েছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বিধানসভায় পাস হওয়ার পরে এ বার রাজ্যপালের অনুমোদনক্রমে সোমবার থেকে সরকারি ভাবে নতুন বিধি কার্যকর হয়ে গেল।
নতুন বিধি অনুসারে, ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে সরকার আগের মতো এক বারে পাঁচ বছরের পথকর আদায়ের পরিবর্তে এককালীন ১৫ বছরের কর আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। সর্বাধিক চোদ্দো আসনের যাত্রিবাহী ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে এই হার প্রযোজ্য হবে। যে সব গাড়িতে ৯০০ সিসি ক্ষমতার ইঞ্জিন রয়েছে, সে সব গাড়ির মূল্যের ৭.৫ শতাংশ অথবা ৩০ হাজার টাকা, যেটি বেশি হবে, সেই অঙ্ক এককালীন মেটাতে হবে। পরের ধাপে ৯০০ থেকে ১৪৯০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে ৪৫ হাজার টাকা কর মেটাতে হবে। ১৪৯০ থেকে ২০০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে এককালীন ৬০ হাজার টাকা দিতে হবে। ২০০০ সিসি-র বেশি ক্ষমতাসম্পন্ন গাড়ির ক্ষেত্রে ৭৫ হাজার টাকা পথকর দিতে হবে।
বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে ত্রৈমাসিক ভিত্তিতে কর মেটানোর পরিবর্তে বছরে এক বারই মেটাতে হবে। তা ছাড়া, এককালীন তিন, পাঁচ এবং দশ বছরের জন্য পথকর মেটানোর সুযোগ মিলবে।
ছয় টন পর্যন্ত ওজন, এমন যাত্রী বা পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে এককালীন তিন বছরের কর মেটালে ১৫ শতাংশ, পাঁচ বছরের কর মেটালে ৩০ শতাংশ এবং দশ বছরের পথকর মেটালে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পরিবহণ দফতর সূত্রের খবর, পথকর দেওয়ার মেয়াদ বদলানোয় মালিকদের সুবিধা হবে, সরকারের রাজস্ব আদায় বাড়বে।