মুকুন্দপুরগামী বাসের গেট ভেঙে বিপত্তি, মৌলালিতে রাস্তায় পড়ে আহত কয়েক জন, হাসপাতালে ভর্তি এক
আনন্দবাজার | ১১ জুন ২০২৪
চলন্ত বাসের গেট ভেঙে বিপত্তি। রাস্তায় পড়ে গেলেন যাত্রীরা! মঙ্গলবার সকালে মৌলালিতে এমন ঘটনাই ঘটল হাওড়া থেকে মুকুন্দপুরগামী ২৪এ/১ রুটের একটি বাসে। বাস থেকে রাস্তায় পড়ে গিয়ে বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের অনেককেই প্রাথমিক চিকিৎসার জন্য এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক জনের আঘাত তুলনায় গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
২৪এ/১ রুটে চলা বাসগুলি সাধারণত অন্য বাসগুলির তুলনায় আকারে বড় হয়। তেমনই একটি বাসের সামনের দিকে গেটের একাংশ খুলে রাস্তায় পড়ে যায়। হঠাৎ এই ঘটনায় ভারসাম্য হারিয়ে অনেক যাত্রীই রাস্তায় পড়ে যান। যাত্রীদের উদ্ধারে দৌড়ে আসেন স্থানীয়েরা। খবর পেয়ে আসে পুলিশও। পরে বাসটির চালক এবং সহকারীকে আটক করে মৌলালি থানার পুলিশ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাসটির পিছন দিকের বড় দরজাটি খোলা থাকলেও সামনেরটি বন্ধ ছিল। অফিস টাইমে বাসটিতে ভিড়ও ছিল। সেই সময়েই ঘটে যায় এই দুর্ঘটনা। ভিড় কম হলে বিপদ এড়ানো যেত বলে মনে করছেন অনেকে। তবে সামনের দরজাটি আকারে ছোট হওয়ায় আরও বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীদের একাংশ।