২৪ জুন থেকে সংসদে বিশেষ অধিবেশন, বেছে নেওয়া হবে স্পিকার
আজকাল | ১১ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: নতুন সরকার গঠন করেছে এনডিএ। প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। আর এবার স্পিকার বেছে নেওয়ার পালা। সংসদের বিশেষ অধিবেশন হবে ২৪ জুন থেকে শুরু করে ৩ জুলাই পর্যন্ত। সেখানেই বেছে নেওয়া হবে আগামী ৫ বছরের জন্য কে স্পিকারের দায়িত্ব সামলাবেন। ৮ দিনের জন্য হবে সংসদের এই বিশেষ অধিবেশন। জানা গিয়েছে ২৬ জুন স্পিকার বেছে নেওয়া হবে। তার আগে ২৪ এবং ২৫ জুন সাংসদরা শপথ নেবেন। এই বিশেষ অধিবেশনে বিজেপির প্রধান টার্গেট হল এনডিএ-র স্পিকারকে মনোনীত করা। তবে বলে রাখা ভাল, টিডিপি এবং জেডিইউ এই দুই দল স্পিকার পদটি তাঁদের নজরে রেখেছে। চলতি বছরের লোকসভা ভোটে বিজেপি ২৪০ টি আসন জিতেছে। ম্যাজিক ফিগার না থাকার জন্য অন্য শরিকদের সমর্থন নিয়েছে বিজেপি। এনডিএ সরকার গঠন করেছে। তাই এবার স্পিকার পদে কে থাকবে সেটাই এখন দেখার। শরিকদের চাপে কতটা মাথা নোয়াবে বিজেপি লাখ টাকার প্রশ্ন।