আজকাল ওয়েবডেস্ক: হায়দ্রাবাদের দুন্দিগলে ভারতীয় বায়ুসেনার কম্বাইন্ড গ্রাজুয়েশন প্যারেড। বায়ুসেনার ২১৩ জন অফিসারের গ্রাজুয়েশন প্যারেড হবে ১৫ জুন। প্রত্যেকেই প্রিকমিশনিং ট্রেনিং সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। গ্রাজুয়েশন প্যারেড এর দিন উপস্থিত থাকবেন ভারতীয় বায়ুসেনার এয়ার চিফ মার্সেল ভি আর চৌধুরী। সঙ্গে উপস্থিত থাকবেন বায়ুসেনা নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনীর প্রতিনিধিরা। অন্যদিকে শিলঙে অনুষ্ঠিত হল অ্যাডভেঞ্চার ক্যাম্প। পূর্বাঞ্চল সেনাবাহিনীর উদ্যোগে খুদেদের জন্য অনুষ্ঠিত হল এই ক্যাম্প। এক সপ্তাহ ধরে হয়েছে এই অ্যাডভেঞ্চার ক্যাম্প। পাহাড়ে চড়া, ইনডোর শুটিং, বাস্কেটবল, ভলিবল, বক্সিং খেলায় অংশগ্রহণ করে পড়ুয়ারা। বৃক্ষরোপণও করা হয় এই ক্যাম্পে