• অন্ধ্রপ্রদেশের রাজধানী হবে অমরাবতী : চন্দ্রবাবু নাইডু
    আজকাল | ১১ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টিডিপি পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু মঙ্গলবার ফের একবার জানিয়ে দিলেন অমরাবতীই হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী। এর সঙ্গে তিনি আরও যোগ করেন পোলাভারাম প্রকল্পকে এবার তাঁরা সম্পূর্ণ করবেনই। অন্যদিকে বিশাখাপত্তনমকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসাবে গড়ে তোলা হবে বলেও জানিয়ে দিলেন নাইডু। তিনি আরও বলেন, গঠনমূলক রাজনীতি করা হবে। বিশাখাপত্তনমকে বিশেষভাবে গড়ে তোলা হলে প্রচুর কর্মসংস্থান হবে সেখানে। রাজ্যবাসী উপকৃত হলে তা আগামীদিনে উন্নতির পথ প্রশস্ত করবে। মুখ্যমন্ত্রী হিসাবে চন্দ্রবাবু নাইডু শপথ নেওয়ার পর আরও উন্নত হবে অন্ধ্রপ্রদেশ। এমনটাই জানিয়ে দিলেন জন সেনা পার্টির প্রধান কে পবন কল্যাণ। অভিনেতা থেকে শুরু করে রাজনীতির ময়দানে তাঁর উত্থানের প্রশংসা করেন নাইডু। প্রসঙ্গত, চলতি লোকসভা নির্বাচনে টিডিপি বৃহৎভাবেই জয় পেয়েছে। নাইডু এবং নীতীশ কুমারের যৌথ সমর্থনে তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। গঠিত হয়েছে এনডিএ সরকার। 
  • Link to this news (আজকাল)