• BADRINATH: বদ্রীনাথে ভক্তদের রেকর্ড সমাগম
    আজকাল | ১১ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বদ্রীনাথে ভক্তদের ঢল। একমাসের কম সময়ে প্রায় ৫ লক্ষ ভক্ত সমাগম হয়েছে বদ্রীনাথে। বিগত বছরে সাড়ে চার লক্ষ ভক্ত এসেছিলে এখানে। তবে এবার তাকে ছাপিয়ে নতুন রেকর্ড তৈরি হল। হেমকুণ্ড সাহিবে ৫৫ হাজারের বেশি ভক্ত এসেছেন। কর্তারা মনে করছেন বিগত বারের সমস্ত রেকর্ড ভেঙে যাবে চলতি বছরের ভক্তদের সমাগম। চার ধাম যাত্রায় বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যোমুনোত্রীতে ভক্তদের এই সমাগমের ফলে পর্যটন ব্যবসা নতুন দিক দেখেছে। বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির পক্ষ থেকে বলা হয়েছে চার ধাম যাত্রায় এবার ১৯ লক্ষ ভক্ত ইতিমধ্যেই এসেছেন। আশা করা যায় আগামীদিনে ভক্তের সংখ্যা আরও বাড়বে।      
  • Link to this news (আজকাল)