আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের পর হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ চার জন ওই সোনার দোকানে ঢোকে। কর্মীদের বন্দুকের বাঁট দিয়ে মারধর করে। প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এর পর সকলকে বেঁধে রেখে দোকান থেকে সর্বস্ব লুটপাট করে পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ডাকাতদের ধরতে বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে। কত টাকার সামগ্রী খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ ও গোয়েন্দারা। প্রসঙ্গত, গত রবিবার রানিগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতি হয়। সাত ডাকাত অস্ত্র দেখিয়ে দোকান থেকে লুটপাট চালিয়ে। ডাকাত দলের দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। তারই মধ্যে হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে হল ডাকাতি।