মিল্টন সেন, হুগলি: সাত সকালে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু তরুণীর। ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল মোড় সংলগ্ন জি টি রোডের উপর। ঘাতক লরি ও তার চালককে আটক করেছে পুলিশ। মৃত তরুণীর না রিম্পা হরিজন (২০)। বাড়ি ব্যান্ডেল লোকপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ ব্যান্ডেল গুডস ইয়ার্ড থেকে সিমেন্ট বোঝাই একটি লরি ব্যান্ডেল মোড় হয়ে সাহাগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময় ওই তরুণীও সাইকেল নিয়ে লিচু বাগানের দিকে যাচ্ছিল। অসাবধানতাবশত তরুণীর সাইকেল লরির গায়ে লেগে যায়। তরুণী পড়ে যেতেই তাঁকে পিষে দেয় লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। স্থানীয় যুবকরা ঘাতক লরি ও তার চালককে আটক করে। ঘটনার জেরে সাময়িক যানজট তৈরি হয় জি টি রোডে। এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানান ব্যান্ডেল পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ রায়।