• ‌বজ্রপাতে প্রাণ গেল চার জনের
    আজকাল | ১১ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বৃষ্টি হল নামমাত্র। আর বাকিটা বজ্রপাত। তাতে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে মারা গেলেন চার জন। সোমবার বিকেলে মাঠে গরু চড়ানোর সময় মঙ্গলকোটের কানাইডাঙ্গা গ্রামের কাছে মৃত্যু হয় দুই ভাই বিজয় ঘোষ (৫৫) ও অজিত ঘোষের (৫৯)। মঙ্গলকোটের ঠ্যাঙ্গাপাড়া গ্রামের কাছে বজ্রপাতে মারা যান জিল্লাল মোল্লা (৬২) নামে এক গ্রামবাসী। আবার মঙ্গলকোটের সাকোনা গ্রামে বজ্রপাতে প্রাণ যায় রুবিনা বিবির (৩৭)। এদিকে বজ্রপাতে মঙ্গলকোটে তিনটি গরুও মারা গিয়েছে। এদিকে, এদিন সন্ধেয় কাটোয়া শহরে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টিপাত হয়। একটি ডাবগাছে বাজ পড়লে দাউদাউ করে জ্বলতে থাকে গাছটি। মঙ্গলকোটের নপাড়া গ্রামে হাসনানাহারা খাতুন নামে দশম শ্রেণির এক ছাত্রী বজ্রপাতে জখম হয়। মঙ্গলকোট ব্লক হাসপাতালে চিকিৎসাধীন ওই পড়ুয়া।
  • Link to this news (আজকাল)