আজকাল ওয়েবডেস্ক: উত্তরে যেখানে চলছে বৃষ্টি। দক্ষিণ সেখানে পুড়ছে গরমে। গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তার মধ্যে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। পরিস্থিতির বদল হতে পারে বৃহস্পতিবার থেকে। দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ–সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শনিবারও হতে পারে বৃষ্টি। তবে গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি থেকে থেকে মুক্তি হয়ত মিলবে না। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী শুক্রবার পর্যন্ত চরম তাপপ্রবাহের সর্তকতা রয়েছে পশ্চিম ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে।