• Accident: মৌলালিতে দুর্ঘটনা, চলন্ত বাসের গেট ভেঙে রাস্তায় পড়ে গেলেন একাধিক যাত্রী ...
    আজকাল | ১১ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মৌলালিতে দুর্ঘটনা। চলন্ত বাসের গেট ভেঙে রাস্তায় পড়ে গেলেন কয়েকজন যাত্রী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মৌলালিতে। মুকুন্দপুরগামী ২৪এ/১ রুটের একটি বাসের গেট ভেঙে যায়। বাস থেকে রাস্তায় পড়ে গিয়ে বেশ কয়েক জন যাত্রী আহত হন। তাঁদের অনেকেই এনআরএস হাসপাতালে ভর্তি। জানা গেছে বাসটির সামনের দিকে গেটের একাংশ চলন্ত অবস্থাতেই খুলে পড়ে। ভারসাম্য হারিয়ে অনেক যাত্রী রাস্তায় পড়ে যান। যাত্রীদের উদ্ধারে দৌড়ে আসেন স্থানীয়রা। ঘটনাস্থলে আসে পুলিশও। ঘটনায় বাস চালক ও কন্ডাক্টরকে আটক করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)