মৃত্যুঞ্জয় দাস: বৃষ্টির দেখা নেই। দক্ষিণবঙ্গের চার জেলায় যখন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, তখন অতিরিক্ত গরমেই কি মৃত্যু যুবকের? চাঞ্চল্য বাঁকুড়া শহরে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম শোভন পুজারী। টোটো চালাতেন তিনি। আদতে বাঁকুড়ার ইন্দপুর ব্লকের পায়রাচালি গ্রামের বাসিন্দা ছিলেন শোভন। থাকতেন বাঁকুড়া এক নম্বর ব্লকের আঁচুড়ি এলাকায় রক আত্মীয়ের বাড়িতে। রোজকার মতোই এদিনও টোটো নিয়ে বাঁকুড়া শহরে গিয়েছিলেন ওই যুবক। এদিকে গত কয়েক দিন ঘরে রীতিমতো দাবদাহ চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ব্য়তিক্রম নয় বাঁকুড়াও। টোটো চালাতে চালাতেই তৃষ্ণার্ত বোধ করেন করেন শোভন। কিন্তু স্থানীয় পাঁচবাগা এলাকায় একটি নলকূপ থেকে জল খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ওই যুবককে যখন বাঁকুড়া সম্মিলনী মেডিক্য়াল কলেজে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা, তখন তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।কীভাবে মৃত্যু? স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকেদের অনুমান, অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন শোভন। হিট স্ট্রোকের সম্ভবনা উড়িয়ে দেননি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টেই মৃ্ত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। ১৩ জুন পর্যন্ত দক্ষিণের একাধিক জেলা তীব্র তাপপ্রবাহের কবলে। কিছু জেলা মৃদু তাপপ্রবাহের কবলে। দু একটি জেলা চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা ও ঘর্মাক্ত পরিস্থিতির কবলে। সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম। দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহ। বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতি এবং শুক্রবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা।